আপনি আপনার চিন্তা বদলান আপনার জীবন এমনিতেই বদলে যাবে

একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত থিংক অ্যান্ড গ্রো রিচতে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি […] The post আপনি আপনার চিন্তা বদলান আপনার জীবন এমনিতেই বদলে যাবে appeared first on Trickbd.com.

আপনি আপনার চিন্তা বদলান আপনার জীবন এমনিতেই বদলে যাবে

একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত থিংক অ্যান্ড গ্রো রিচতে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না। আজকের আর্টিকেলটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারী থাকতো। ওই ভিখারী সেখানে আসা ট্রেন গুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো আর একদিন যখন ওই ভিখারী ভিক্ষা চাইতে যায় তখন সে এক সুটবোট পড়ে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায়।

তখন ওই ভিখারী ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। এরপরে ভিখারী ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। কিন্তু ভিখারীকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছো। এটা শুনে ভিখারী অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিখারী মাত্র। আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো। এরপরে ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোন কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছে থেকে কোন কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর আমি ল্যানদেন বিশ্বাস করি।

যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোন কিছুই দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারী বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারী ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যিই তো আমি যদি কাউকে কোন কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি। আর এরপরে ওই ভিখারী ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোন মানুষকেই কোন কিছু দিতে পারি না।

এরপরে ভিখারী ভাবে আমি তো একজন ভিখারী মাত্র আমি অন্য একটি মানুষকে কি বা দিতে পারি কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোন কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকবো। আর সবশেষে ভিখারী সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারী তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারীর মাথায় শুধু এই কথাটা চলছিল ভিক্ষার পরিবর্তে সে অন্যদেরকে কি দিতে পারে আর এই কথাটা চিন্তা করতে করতে দুইদিন পার হয়ে যায়। ওই দুইদিন পর্যন্ত ভিখারী কোন রকমের ভিক্ষাও করেনি তৃতীয় দিন যখন ওই ভিখারী স্টেশনে বসেছিল তখন সে স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়। যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে সে ভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হয়।

এরপরে ভিখারী সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে দেবে আর এটা ভেবে ওই ভিখারী কিছু ফুল সেখান থেকে ছিড়ে নেয় এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনের ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। যখনই ওই ভিখারীকে কেউ ভিক্ষা দিত ওই ভিখারী সামনের মানুষটিকে একটি ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারী প্রতিদিন ফুল ছিড়ে নিয়ে আসতো আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত আর কিছুদিনের মধ্যেই ওই ভিখারী এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত। কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ওই ভিখারী ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিখারী দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে।

যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারী দ্রুত ওই বিজনেসম্যান এর কাছে পৌঁছে যায় আর বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেবো। এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারীকে কিছু টাকা দেয় আর ওই ভিখারী কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ওই বিজনেসম্যানের কাছে ভিখারীর এই বুদ্ধিটা খুবই ভালো লাগে তাই তিনি বলেন আজ তো তুমিও আমার মত একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আরো একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারী আবার চিন্তা করতে শুরু করে ওই ভিখারী ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি।

অনেক ভাবার পরে ওই ভিখারী বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সেও সফলতার রহস্যতা জেনে গেছে। এরপরে ভিখারী ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমি কোন ভিখারী নই, আমি হলাম একটি ব্যবসায়ী। আমিও ওই ধনী বিজনেসম্যানের মত হতে পারবো। আমিও ধনী হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারী এই সমস্ত কথা বলছিল চারপাশের লোকজন ওই ভিখারীকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারীকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি ছয় মাস পরে ওই স্টেশনে দুইজন সুটবুট পড়া মানুষ যাত্রা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়।

প্রথম ব্যক্তিটা বলল আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটা বলল জি না আমি আপনাকে চিনতে পারিনি। আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন আমাদের এর আগে দুইবার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারী যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন মনে পড়েছে তুমি তো সেই ভিখারী যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম দ্বিতীয়বার আমি তোমার কাছে থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু তুমি এই সুট বুট পড়ে কোথায় যাচ্ছো আজকাল তুমি কি করছো। তখন ওই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিখারী কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী।

ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি এরপরে প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থাকার পরে বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটা বলেছিলেন সেটা আসলে প্রকৃতির একটা নিয়ম আমরা তখনই কোন কিছু পাবো যখন আমরা কোন কিছু দিব। এটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারী মনে করতাম আর এর বাইরে আমি কখনোই কোন কিছু চিন্তা করিনি। কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গেছি আর তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় তারা অন্য কোথাও ফুল পাবে না।

যদিও আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে তখনও একটি ভিখারী ছিলাম আর আপনার বলার পরেই আমি বুঝতে পারি যে আমিও একজন ছোট্ট ব্যবসায়ী। এরপরে আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা করা শুরু করে দিই। এখনকার মানুষের ফুল অনেক পছন্দ আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। কথা শেষে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায়। জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন কিন্তু যদি আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন। তাই নিজেকে ছোট করে দেখবেন না নিজেকে সফল, শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসেবে দেখুন কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যৎ বদলাবে।

The post আপনি আপনার চিন্তা বদলান আপনার জীবন এমনিতেই বদলে যাবে appeared first on Trickbd.com.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow