আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ৪টি কষ্ট আল্লাহ তায়ালা দিয়ে থাকেন।
আপনি কি জানেন কষ্ট সবসময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আপনি হয়তো ভাবছেন আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না। তাই আজ আমরা জানবো সেই চারটি কষ্ট যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন। প্রথম কষ্ট দোয়া কবুলে দেরি হওয়া। আপনি রাতের পর রাত কেঁদে দোয়া করেন তবওু […] The post আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ৪টি কষ্ট আল্লাহ তায়ালা দিয়ে থাকেন। appeared first on Trickbd.com.

আপনি কি জানেন কষ্ট সবসময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আপনি হয়তো ভাবছেন আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না। তাই আজ আমরা জানবো সেই চারটি কষ্ট যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন।
প্রথম কষ্ট দোয়া কবুলে দেরি হওয়া। আপনি রাতের পর রাত কেঁদে দোয়া করেন তবওু কোন উত্তর আসছে না। আপনি ভাবছেন আল্লাহ শুনছেন না। কিন্তু সত্যি হলো তিনি শুনছেন শুধু আপনার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন। আল্লাহ চান তুমি ধৈর্য ধরেন আরো বেশি তাকে অনভুব করেন। তিনি চান আপনার হৃদয় শুধু তার কাছেই নরম হোক।
দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা। জীবনে একটার পর একটা বিপদ আসছে একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। যে মন আগুনে গলে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো পরিশুদ্ধ হয়, আরো শক্ত হয়।
তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া। আপনি হারিয়েছেন ভালোবাসা, চাকরি , অর্থ কিংবা কাউকে যাকে আপনি অনেক ভালোবাসেন। আপনি ভাবছেন কেন আল্লাহ এটা করলেন আল্লাহ জানেন হয়তো ওই জিনিসটা আপনার জন্য ক্ষতি কর হয়ে যাচ্ছিল তাই তিনি আপনার পথ পরিষ্কার করেছেন। যেন আপনি নতুন কিছু পেতে পারেন। যা তিনি কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম কিছু দিতে চান।
চতুর্থ কষ্ট একাকিত্ব। আপনার চারপাশে মানুষ থাকার পরেও একা অনভুব করেন এই একাকিত্ব আপনাকে বোঝানোর জন্য যে আপনি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসোনি আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন। সব দরজা বন্ধ করে দেন। শুধু যেন আপনি একটা দরজায় করা নাড়ো। আর সে টা হলো তার দরজা।
এই চারটি কষ্ট যদি আপনার জীবনে থাকে তাহলে ভয় পেও না। এই কষ্ট গুলো আল্লাহর ভালোবাসারই চিহ্ন। তিনি আপনাকে তৈরি করছেন কিছু বড়, কিছু মহৎ কিছু অদ্ভুত সুন্দর জিনিসের জন্য। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে এই কষ্টগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে। ভুলে যাবেন না আল্লাহ কখনো আপনার কষ্ট অপচয় করেন না। আপনার কান্নাও তার কাছে খুব মূল্যবান। আল্লাহ আপনার সব কষ্ট সহজ করে দিন। আমীন।
The post আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ৪টি কষ্ট আল্লাহ তায়ালা দিয়ে থাকেন। appeared first on Trickbd.com.
What's Your Reaction?






