জীবনে সময়ের গুরুত্ব। অনেক দেরি হওয়ার আগেই অলসতা ত্যাগ করুন। আপনার সময়ের মূল্য দিন।
সময়কে যে অবহেলা করে তাকে একদিন না একদিন চরম মূল্য দিতেই হবে। তা আপনি যতই মেধাবী হোন না কেন। অনেকেই আছেন যারা পরে করব এখনো তো সময় আছে এই বলে বলে কাজ ফেলে রাখে অলসতা করে। আর দিনের পর দিন জীবনের সেরা সুযোগগুলো নষ্ট করেন। আজকের গল্পটা ঠিক তাদের জন্য যারা প্রতিভা রাখে কিন্তু সময়ের […] The post জীবনে সময়ের গুরুত্ব। অনেক দেরি হওয়ার আগেই অলসতা ত্যাগ করুন। আপনার সময়ের মূল্য দিন। appeared first on Trickbd.com.

সময়কে যে অবহেলা করে তাকে একদিন না একদিন চরম মূল্য দিতেই হবে। তা আপনি যতই মেধাবী হোন না কেন। অনেকেই আছেন যারা পরে করব এখনো তো সময় আছে এই বলে বলে কাজ ফেলে রাখে অলসতা করে। আর দিনের পর দিন জীবনের সেরা সুযোগগুলো নষ্ট করেন। আজকের গল্পটা ঠিক তাদের জন্য যারা প্রতিভা রাখে কিন্তু সময়ের মূল্য বোঝে না। একবার একটা বড় শহরে রাকিব নামের একটা ছেলে তার পরিবারের সঙ্গে থাকতো। রাকিব পড়াশোনায় ভীষণ ভালো ছিল। ক্লাসের সেরা ছাত্র ছিল সে। আর তার শিক্ষকরাও তার বুদ্ধির খুব প্রশংসা করতেন। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে শুধু সময় নষ্ট করতো। পড়াশোনায় মন দেওয়ার বদলে সে ঘন্টার পর ঘন্টা YouTube এ ভিডিও দেখতো।
মোবাইলে গেম খেলতো আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো। তার বাবা-মা তাকে বারবার বলতেন, বাবা রাকিব সময়টা খুব দামি। এখন যদি অপচয় করিস পরে কিন্তু খুব আফসাস করবি। কিন্তু রাকিব হেসে উড়িয়ে দিত। সে বলতো, আরে আমার তো অনেক সময় আছে। পড়াশোনা পরে করে নেব। একদিন তাদের ফাইনাল পরীক্ষার ফল বের হলো। যে রাকিব একসময় ক্লাসে সবার উপরে থাকতো। এবার তার ফল দেখে সবাই অবাক হয়ে গেল। সে একদমই ভালো ফল করতে পারেনি। তার শিক্ষকরা খুব হতাশ হলেন আর তার বন্ধুরা পর্যন্ত তাকে এড়িয়ে চলতে লাগলো। বাড়ি ফিরে রাকিব দেখল তার বাবা-মা চুপ করে তার রেজাল্ট দেখছেন। তাদের চোখে মুখে ছিল শুধুই হতাশা।
রাকিবের নিজের ভেতরটা কেমন যেন ডুমড়ে মুছলে গেল। সে মনে মনে ভাবল, আমি তো পড়াশোনায় ভালো ছিলাম। তাহলে এমন কি হলো….? সেই রাত্রে রাখিব তার দাদুর কাছে গেল। দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। আর তার জ্ঞানের জন্য সবাই তাকে খুব শ্রদ্ধা করত। রাকিব দাদুকে বলল, দাদু আমি তো বুঝতে পারছি না আমি কেন ফেল করলাম। দাদু একটু হেসে বললেন, বাবা, তোর বুদ্ধির কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে তুই সময়কে গুরুত্ব দিস নি। রাখিব বলল কিন্তু দাদু পড়াশোনা তো পরেও করা যায় তাই না। দাদু মাখা নেড়ে বললেন না রে বাবা সময়টা হলো নদীর পানির মত একবার বয়ে গেলে আর কখনো ফিরে আসে না। শোন একটা গল্প বলি দাদু বললেন একটা বড় আন্তর্জাতিক কোম্পানির সিইও ছিল আসিফ রহমান। আসিফ খুব পরিশ্রমী ছিল আর তার নিষ্ঠার কারণেই সে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল।
কিন্তু বড়লোক হওয়ার পর সে সময়কে আর গুরুত্ব দিল না। সে দেরি করে ঘুম থেকে উঠতো, দরকারি কাজগুলো ফেলে রাখতো আর অফিস সামলানোর বদলে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখতো। একদিন তার এক ব্যবসায়িক পরামর্শদাতাকে বললেন, আসিফ, তুমি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নষ্ট করছো। এখনো যদি না বদলাও তোমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আসিফ হেসে উড়িয়ে দিল। সে বলল, আরে আমার হাতে তো অনেক সময় আছে। কাজ তো পরেও করা যাবে। কয়েক মাস পর দেখা গেল কোম্পানির লাভ কমতে শুরু করেছে। আসিফের প্রতিযোগী কোম্পানিগুলো অনেক এগিয়ে গেল।
কোম্পানির কর্মীরা তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। এমনকি যারা তার কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিল তারাও নিজেদের টাকা তুলে নিতে শুরু করল। আসিফ তখন চেষ্টা করল সবকিছু ঠিক করে নিতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে সবকিছু হারালো যখন সব হারিয়ে গেল তখন সে তার ফাঁকা অফিসে একা বসেছিল তখন সে বুঝতে পারল তার সবচেয়ে বড় ভুলটা কোথায় ছিল। সে সময় নষ্ট করেছিল আর সেই সুযোগটা হারিয়েছিল যখন সে সব ঠিক করতে পারতো। গল্পটা শুনে রাকিবের মনে যেন একটা আলো জ্বলে উঠল সে মনে মনে বলল আমি তো আসিফের মতো হতে চাই না বদলাতে হবে।
এখনই দাদু মুচকি হেসে বললেন ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বাবা যদি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারিস তাহলে তোকে কেউ আটকাতে পারবে না। সেই দিন থেকেই রাখিব নিজেকে বদলাতে শুরু করল সে একটা রুটিন তৈরি করল মোবাইল আর ইউটিউব দেখা কমিয়ে দিল আর মন দিয়ে পড়াশোনা করতে লাগলো ধীরে ধীরে তার ফল ভালো হতে লাগলো আর সে আবার ক্লাসের সেরা ছাত্র হয়ে উঠে। কয়েক বছর পর রাকিব একজন সফল উদ্যোক্তা হল। তার নিয়ম মেনে চলা জীবন আর সাফল্যের গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হতো। একটা কথা সে সারা জীবন মনে রেখেছিল। সময়ই হলো সফলতার চাবিকাঠি। একবার হারালে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না।
The post জীবনে সময়ের গুরুত্ব। অনেক দেরি হওয়ার আগেই অলসতা ত্যাগ করুন। আপনার সময়ের মূল্য দিন। appeared first on Trickbd.com.
What's Your Reaction?






