ইমেইলে অপ্রয়োজনীয় প্রোমোশনাল মেইল আসা বন্ধ করে নিন খুব সহজে
আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছে। আজকে আবারো আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। ই-মেইল বর্তমানে আমাদের দৈনন্দিন কাজের একটা মাধ্যম হয়ে উঠেছে। এই ধরুন, কোনো ওয়েব সাইটে লগ ইন করতে, কোনো একাউন্ট খুলতে, কাউকে মেইল করতে ইত্যাদি। এমন অনেক কাজে আমরা প্রায়ই ইমেইল ব্যবহার করি। এর ফলে দেখা যায় একটা […] The post ইমেইলে অপ্রয়োজনীয় প্রোমোশনাল মেইল আসা বন্ধ করে নিন খুব সহজে appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
আশা করি সকলে অনেক ভালো আছে। আজকে আবারো আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। ই-মেইল বর্তমানে আমাদের দৈনন্দিন কাজের একটা মাধ্যম হয়ে উঠেছে। এই ধরুন, কোনো ওয়েব সাইটে লগ ইন করতে, কোনো একাউন্ট খুলতে, কাউকে মেইল করতে ইত্যাদি। এমন অনেক কাজে আমরা প্রায়ই ইমেইল ব্যবহার করি।
এর ফলে দেখা যায় একটা একটা করতে করতে আমরা অনেক ওয়েব সাইটেই লগ ইন করে ফেলি। যদিও ওয়েব সাইট গুলো প্রয়োজনীয় হয় তবুও সেই সব ওয়েব সাইট থেকে পরবর্তীতে অনেক প্রোমোশনাল মেইল আসে। যেমন এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ৫০% ডিস্কাউন্ট, ২০% ডিস্কাউন্ট ইত্যাদি ইতাদি। এই ইমেইল গুলো আমাদের আসলেও প্রয়োজন হয় না।
কিন্তু ওয়েব সাইট গুলোতে লগ ইন করার সময় কখনো আমরা দিয়ে দেউ কখনো বা অটোমেটিক ভাবেই তারা এই পার্মিশন নিয়ে নেয় যে পরবর্তীতে প্রোমোশনাল মেসেজ দিবে। এতক্ষণ পর্যন্ত ঠিক থাকে, কিন্তু বিরক্ত তখনই লাগে যখন একটা ওয়েব সাইট অনেক দিন আগে ইউজ করেছিলাম। এখন করি না, কিংবা ওয়েব সাইট এ লগ ইন করেছিলাম কিন্তু সেটা কাজের ছিলো না। এমন ওয়েব সাইট গুলো থেকে যখন প্রমোশনাল মেইল আসে। এটা আসলেই খুব বিরক্তিকর হয়ে দাঁড়ায়।
আজকে এই সমস্যা সমাধানের জন্যই আপনাদের সাথে এই পোস্ট টি শেয়ার করা। এই পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে এই প্রোমোশনাল মেসেজ গুলো আসা বন্ধ করা যায়।
এখন অনেকে বলতে পারেন যে, সেই ওয়েব সাইট গুলোতে গিয়ে লগ আউট করলেই হয় কিংবা একাউন্ট ডিলেট করলেই হয়। হ্যাঁ, তা করতে পারেন একাউন্ট ডিলেট করলে হয়তো মেইল আসবে না। কিন্তু আপনাকে এত কষ্ট কেন করতে হবে যখন সহজ উপায় থাকবে হাতে। তাছাড়া ধরুন আপনি ১০০ টা ওয়েব সাইট এ লগ ইন করেছেন। সব গুলোতে গিয়ে গিয়ে এই মেনুয়ালি কাজ করতে তো সময় ও প্রচুর লাগবে। তার উপর সেই ওয়েব সাইট আর ইউজ করতে পারবেন না। ইউজ করতে হলে আবার নতুন করে একাউন্ট খোলা লাগবে।
কিন্তু আমি যে উপায় দেখাবো সেটা একদম সহজ। আর এতে একাউন্ট ডিলেট করা লাগবে না, ফলে পরবর্তীতে আবার একাউন্ট খোলার ঝামেলাও পোহাতে হবে না। তো চলুন এবার সেটা দেখে নেওয়া যাক।
ইমেইলে প্রোমোশনাল মেসেজ আসা বন্ধ করার উপায়
আমি যে উপায় টা দেখাবো সেটা আমি ব্রাউজার থেকে (ব্রাউজার দিয়ে gmail.com এ গিয়ে) দেখাবো। তবে আপনারা চাইলে Gmail App থেকেও করতে পারেন, শুধু এপ টা আপডেট দিয়ে নিবেন। ২ টা অলমোস্ট একই নিয়ম। তো এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।
১. প্রথমে Gmail.com এই ওয়েব সাইট এ চলে যান। আর যে জিমেইলে প্রোমোশন মেসেজ আসা বন্ধ করতে চান সেই জিমেইল অবশ্যই লগ ইন করে নিবেন ওয়েব সাইটে। [যাদের এপ আছে তারা এপ দিয়ে করতে পারেন চাইলে। আমি ওয়েব সাইট দিয়ে দেখাচ্ছি যাতে পিসি ইউজারদের জন্য সহজ হয় বুঝতে]
২. জিমেইল এর ওয়েব সাইট এ যাওয়ার পর ব্রাউজার এর ডেক্সটপ মোড টা অন করে নিবেন। [যারা এন্ড্রয়েড ফোন ইউজ করে ব্রাউজার দিয়ে এটা করবেন তাদের ক্ষেত্রে এই স্টেপ প্রযোজ্য]
৩. নিচে দেখুন কত গুলো প্রোমোশন মেইল এসেছে আমার মেইল এ। এই সব প্রোমোশন মেইল সেই সব ওয়েব সাইট থেকেই এসেছে যেগুলো আগে ইউজ করতাম বা করি এখনো। কিছু প্রয়োজনীয় তবে বেশির ভাগই অপ্রয়োজনীয়। এবার কাজ হবে অপ্রোয়োজনীয় গুলোর মেইল আসা বন্ধ করা।
৪. এবার যারা এন্ড্রয়েড ইউজার তারা স্ক্রিন একটু জুম করবেন (বাম সাইডের উপরের দিকে)। নিচের স্ক্রিনশট এর মতো করে। বা জুম না করলেও হবে। তবে করলে ক্লিক করতে সুবিধা পাবেন। জুম করে More অপশনে ক্লিক করবেন।
৫. এরপর কিছু অপশন আসবে সেখান থেকে Manage Subscriptions এ ক্লিক করবেন।
৬. এরপর যে যে ওয়েব সাইটে লগ ইন করে ছিলেন এবং পার্মিশিন দিয়েছিলেন প্রোমোশন মেইল আসার সেগুলো শো করবে (এটা লোড নিতে কিছুটা সময় লাগতে পারে, তাই একটু ওয়েট করবেন)। তো যেটা থেকে মেইল পেতে চান না, সেটার পাশে থাকা নিচের স্ক্রিনশট এ দেখানো আইকনে ক্লিক দিবেন। [পিসি ইউজারদের সরাসরি ওখানে Unsubscribe লেখা দেখাতে পারে]
৭. এরপর একটা পপ আপ আসবে। সেখান থেকে Unsubscribe এ ক্লিক দিবেন। ব্যাস কাজ শেষ।
এখন আর সেই ওয়েব সাইট থেকে কোনো প্রোমোশনাল মেইল আসবে না। এভাবে আপনারা বাকি ওয়েব সাইট গুলো থেকেও প্রোমোশনাল মেইল পাওয়ার অপশন আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন।
শেষ কথা
আশা করবো আপনাদের পোস্ট টি ভালো লাগবে। কোনো স্টেপ বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজকের পোস্ট এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ।
The post ইমেইলে অপ্রয়োজনীয় প্রোমোশনাল মেইল আসা বন্ধ করে নিন খুব সহজে appeared first on Trickbd.com.
What's Your Reaction?






