Laptop বার বার Hang হওয়ার কারণ ও সমাধান
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আ মি আপনাদেরকে একটা খুবই common সমস্যা নিয়ে বলবো Laptop বার বার Hang হওয়ার কারণ ও সমাধান। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, তাদের প্রায় সবারই একবার হলেও এই সমস্যা ফেস করতে হয়েছে। হঠাৎ করে ল্যাপটপ ফ্রিজ হয়ে যায়, কিছুই কাজ করে না, মাউস পর্যন্ত নড়ে না। তখন […] The post Laptop বার বার Hang হওয়ার কারণ ও সমাধান appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আজকে আ মি আপনাদেরকে একটা খুবই common সমস্যা নিয়ে বলবো Laptop বার বার Hang হওয়ার কারণ ও সমাধান।
আমরা যারা ল্যাপটপ ইউজ করি, তাদের প্রায় সবারই একবার হলেও এই সমস্যা ফেস করতে হয়েছে। হঠাৎ করে ল্যাপটপ ফ্রিজ হয়ে যায়, কিছুই কাজ করে না, মাউস পর্যন্ত নড়ে না। তখন power button চাপা ছাড়া কোনো উপায় থাকে না। আমিও এক সময় এই ঝামেলায় পড়েছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝলাম আসলে এর কারণ অনেকগুলো, আর সমাধানও আছে।
চলুন ধাপে ধাপে দেখে নেই প্রথমেই যদি বলি এটার মুল কারন হলো বেশি Software বা Program একসাথে চালানো
অনেক সময় আমরা একসাথে অনেক সফটওয়্যার চালাই। এতে RAM আর Processor-এ চাপ পড়ে, আর ল্যাপটপ hang হয়ে যায়। অপ্রয়োজনীয় Program একসাথে ওপেন করবেন না। টাস্ক ম্যানেজার (Task Manager) থেকে background app বন্ধ করে দিন।
এরপর সেকেন্ড স্টেপ টা হলো যদি আপনার ল্যাপটপে
Virus থাকলে ল্যাপটপ অস্বাভাবিকভাবে slow হয়ে hang করতে পারে। এই জন্য একটা ভালো Antivirus Scan করে নিবেন , বা আপনারা চাইলে
Windows Defender দিয়েও basic scan করা যায়।
Hard Disk সমস্যা
যদি Hard Disk পুরোনো হয়ে যায় বা Bad Sector তৈরি হয়, তখন hang হওয়া স্বাভাবিক।
CMD থেকে chkdsk
কমান্ড চালাতে পারেন।
CrystalDiskInfo বা অন্য টুল দিয়ে Hard Disk এর Health চেক করুন।
RAM খারাপ হলে বা ঠিকমতো বসানো না থাকলেও Laptop hang হয়।RAM খুলে আবার লাগিয়ে দেখতে পারেন।Windows Memory Diagnostic Tool চালাতে পারেন। Laptop অতিরিক্ত গরম হলে processor slow হয়ে যায়, ফলে hang করে।
Laptop-এর fan ও cooling system পরিষ্কার করবেন। Laptop cooling pad ব্যবহার করতে পারেন।
এটা ছাড়াও আপনি চাইলে আপনার Window Memory Diagonistic টা দেখতে পারেন চেক করে
অনেক Software startup এ চালু হয়, এগুলো Laptop boot slow করে এবং hang হতে পারেন
এরপর শেষে আরেক টা ইমপরটেন্ট পার্ট বলবো সেটা হলো আপনি আপনার Window টাও দেখে নিবেন, এটা আপডেট আসে কিনা , না থাকলে আপডেট করে নিবেন।
সব সময় Laptop পরিষ্কার রাখবেন, especially cooling system। SSD ব্যবহার করলে performance অনেক বেড়ে যাবে। নিয়মিত backup রাখবেন, কারণ hang হওয়ার সাথে সাথে data loss হওয়ার চান্স থাকে।
Laptop বার বার Hang হওয়ার কিছু common কারণ এবং সমাধান। প্রথমেই ছোট জিনিসগুলো (Software, Virus Scan, Startup Program) চেক করবেন। তারপর hardware (RAM, Hard Disk, Cooling) এর দিকে নজর দেবেন। আশা করি এবার থেকে আপনার ল্যাপটপ hang হলে সহজেই সমস্যার ফিকস করতে পারবেন।
The post Laptop বার বার Hang হওয়ার কারণ ও সমাধান appeared first on Trickbd.com.
What's Your Reaction?






