এসে গেলো বাংলা টুলবক্স ! নতুন বিজয় কনভার্টার, বয়স ও তারিখ কনভার্টার, টাইপিং টেস্ট, বানান সংশোধনসহ অসংখ্য বাংলা টুলসের সমাহার! ( Bangla Toolbox )
Bangla Toolbox এসে গেলো বাংলা টুলবক্স ! নতুন বিজয় কনভার্টার, বয়স ও তারিখ কনভার্টার, টাইপিং টেস্ট, বানান সংশোধনসহ অসংখ্য বাংলা টুলসের সমাহার! ( Bangla Toolbox ) ভূমিকা অনলাইনে সকল বাংলা টুলস একত্রে সজ্জিত থাকবে এমন ওয়েবসাইট খুঁজতে গেলে সহজে পাওয়া যায়না, অথবা একেক টুলসের জন্য একেক ওয়েবসাইটে যেতে হয়। সব ওয়েবসাইট মনে রাখাও সমস্যা। আবার […] The post এসে গেলো বাংলা টুলবক্স ! নতুন বিজয় কনভার্টার, বয়স ও তারিখ কনভার্টার, টাইপিং টেস্ট, বানান সংশোধনসহ অসংখ্য বাংলা টুলসের সমাহার! ( Bangla Toolbox ) appeared first on Trickbd.com.

Bangla Toolbox
এসে গেলো বাংলা টুলবক্স ! নতুন বিজয় কনভার্টার, বয়স ও তারিখ কনভার্টার, টাইপিং টেস্ট, বানান সংশোধনসহ অসংখ্য বাংলা টুলসের সমাহার! ( Bangla Toolbox )
ভূমিকা
অনলাইনে সকল বাংলা টুলস একত্রে সজ্জিত থাকবে এমন ওয়েবসাইট খুঁজতে গেলে সহজে পাওয়া যায়না, অথবা একেক টুলসের জন্য একেক ওয়েবসাইটে যেতে হয়। সব ওয়েবসাইট মনে রাখাও সমস্যা। আবার বিজয় কনভার্টার অনলাইনে খুঁজলে অনেক পাওয়া যাবে কিন্তু কনভার্ট করার সময় দেখা যাবে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, সর্ব প্রথমের লাইনের শুরুতে বিজয়ে একার বা ঐকার থাকলে সেটি ভাঙ্গা রূপে ধরা দিচ্ছে, অথবা ‘ভূমি’ বা ‘তুমি’ লিখে বিজয়ে কনভার্ট করলে হ্রস-উ কারটি কিছুটা ডানে সরে যাচ্ছে। এরকম নানান ভাঙ্গাচোড়া অবস্থার সম্মুখিন হতে হয়। আমি সকলের কথা বিবেচনা করে বাংলায় দরকারি প্রয়োজনীয় যা যা টুলস বেশি প্রয়োজন সেগুলো একখানে সাজিয়ে রাখার চেষ্টা করেছি, সাথে ইউজার ইন্টারফেস অনেক সহজ এবং ব্যবহারকারী বান্ধব রাখার চেষ্টা করেছি। যাতে সকলেই টুলসগুলো সহজে ব্যবহার করতে পারে। তো আর বক বক নো টক। এবার দেখে নেই কি কি ফিচার থাকছে এই টুলসের সমাহারে।
বাংলা টুলবক্স – সকল বাংলা টুলস এখন এক জায়গায়!
বাংলা টুলবক্সের ফিচার সমূহ:
- সাধারণ ও সাইন্টিফিক ক্যালকুলেটর: মৌলিক এবং জটিল গাণিতিক গণনার সুবিধা। প্রতিটি গণনার জন্য জেমিনি দ্বারা সহজ ব্যাখ্যা পাওয়ার সুযোগ রয়েছে। সাথে গণনার ফলাফল মনের রাখার ফিচার রয়েছে, এটি প্রত্যেকটি ফলাফল হিস্টোরি বোর্ডে দেখাবে।
- বয়স ও তারিখ ক্যালকুলেটর: সঠিক বয়স গণনা, ১৮ বছর হতে বা ২১ বছর হতে বর্তমান তারিখ থেকে কত তারিখ বা সালে জন্মগ্রহণ অনুযায়ী হবে সেটাও দেখা যাবে অর্থাৎ নির্দিষ্ট বছর আগে বা পরের তারিখ অনুসন্ধান। খ্রিষ্টাব্দ, বাংলা ও হিজরি তারিখ দেখার সুবিধা। সেইসাথে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার ফিচার রয়েছে। আজকের বাংলা, ইংরেজী ও হিজরি তারিখ দেখার সুবিধা।
- পরিমাপ (ইউনিট কনভার্টার): দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল এবং তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে রূপান্তর করুন। এখানে শতক, কাঠা, একর এর হিসাবও কনভার্ট করার সুযোগ রয়েছে।
- টাইপিং টেস্ট: বাংলা ও ইংরেজি অনুচ্ছেদ টাইপ করে আপনার টাইপিং স্পিড (WPM) এবং নির্ভুলতা পরীক্ষা করতে পারবেন। সময়সীমা নির্ধারণ ও কাস্টম টেক্সট ব্যবহারের সুবিধাও রয়েছে। অর্থাৎ আপনার মনমতো লেখা বসিয়ে সেভাবেও টেস্ট করতে পারবেন।
- ফন্ট কনভার্টার: ইউনিকোড ও বিজয় ফন্টের মধ্যে লেখা নির্ভূলভাবে কনভার্ট করতে পারবেন। এতে ভাঙা বিজয় লেখা ফিক্স করার বিশেষ সুবিধা এবং আনডু/রিডু অপশনও রয়েছে। সাথে পেস্ট বাটনও রয়েছে, পেস্ট বাটন এর জন্য প্রিসেটও রয়েছে। যদি আপনি চান আপনি পেস্ট বাটনে ক্লিক করে পেস্ট করবেন এবং নম্বরিং যুক্ত হবে বা কোনো টেক্সট যুক্ত হবে সেই পেস্ট করা টেক্সট এর সাথে তবে সেটিও এই প্রিসেট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন।
- ট্রান্সলেটর (জেমিনি থেকে): যেকোনো ভাষাকে সহজেই অন্য ভাষায় অনুবাদ করা যাবে অথবা অন্য ভাষাকে বাংলায় অনুবাদ করতে পারবেন।
- লেখা সম্পর্কিত টুলস (জেমিনি):
বানান সংশোধন: বাংলা লেখার বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করতে পারবেন, সঠিক শব্দটির অর্থ এবং ব্যাখ্যাও জানা যাবে। - লেখা সাজানো: এলোমেলো বা জটিল লেখাকে সহজ ও সুন্দর ভাষায় গুছিয়ে নিতে পারবেন, এর জন্যও একটি সেকশন রয়েছে।
- শব্দের অর্থ: যেকোনো বাংলা বা ইংরেজি শব্দের বিস্তারিত অর্থ, প্রতিশব্দ ও ব্যাখ্যা সার্চ করে খোঁজার সুবিধা।
- স্পিচ টুলস:
টেক্সট টু স্পিচ (লেখা থেকে কথা): আপনার লেখা টেক্সটকে বাংলা কণ্ঠে শুনতে পারবেন সেটি ডাউনলোডও করতে পারবেন। - স্পিচ টু টেক্সট (কথা থেলে লেখা): আপনার বলা কথাকে লেখায় রুপান্তর করতে পারবেন, অডিও আপলোড করেও লেখায় রুপান্তর করার ফিচার রয়েছে।
- ছবি থেকে লেখা (OCR – জেমিনি): যেকোনো ছবি থেকে বাংলা ও ইংরেজি লেখা বের করতে পারবেন।
- টেক্সট অ্যাসিস্ট্যান্ট (জেমিনি): যেকোনো প্রশ্ন করতে পারবেন, যেমনটি জেমিনিতে প্রম্পট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেরকম, যেকোনো বড় লেখা সারসংক্ষেপ করতে পারবেন, এবং ছবিসহ বিভিন্ন ফাইল আপলোড করে চ্যাট করতে পারবেন।
- গুগল ম্যাপ: ম্যাপে যেকোনো স্থান খুঁজতে পারবেন, নিজের অবস্থান দেখতে পারবেন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার দিকনির্দেশনাও (Directions) পাবেন।
- নামাজের সময়সূচি: আপনার জেলা অনুযায়ী নামাজের স্বয়ংক্রিয় সময়সূচি অনলাইন থেকে দেখতে পারবেন লোকেশন দিয়ে সার্চ দিয়ে অথবা আপনার এলাকার স্থানীয় নামাজের সময় ম্যানুয়ালি সেট করার সুবিধাও রয়েছে। ব্রাউজার বন্ধ করলেও সেগুলো সেভ থাকবে।
- সাম্প্রতিক খবর: বাংলাদেশের প্রধান দৈনিক পত্রিকাগুলোর সরাসরি লিংক পাবেন এখানে।
ওহ আরো ফিচার বাদ গিয়েছে!
- ওয়ার্ড কাউন্টার রয়েছে, এটি দিয়ে আপনার লেখায় কতটি ওয়ার্ড বা শব্দ আছে, কতটি প্যারা বা অনুচ্ছেদ আছে, কতটি অক্ষর আছে সেগুলো সরাসরি দেখা যাবে।
- আবহাওয়া বার্তা: আপনার জেলা সার্চ দিয়ে বর্তমান এক সপ্তাহের আবহওয়া সম্পর্কে ধারণা পাবেন।
- নোটপ্যাড/টুডু লিস্ট: এখানে যেকোনো ছোটোখাটো লেখা রাখতে পারবেন যা আপনার কাজ সম্পর্কে মনে করিয়ে দিবে। কাজ শেষে এই লেখা বা নোটটি রিমুভ করতে পারবেন।
- ব্রাউজার বন্ধ করলেও লেখা যেমন রেখেছিলেন সেরমই থাকবে। ড্রাক করে সিরিয়াল করে রাখার ফিচারও রেখেছি এতে।
- এর ডেভেলোপমেন্ট এখনো চলমান এবং সকল টুলস ফ্রি। সুতরাং ভবিষ্যতে আরো ফিচার বা সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই তা জানাতে পারেন, সম্ভব হলে তা যুক্ত করা হবে ইনশাআল্লাহ।
বাংলা টুলবক্স এর লিংক:
অথবা যদি লিংক মনে হারিয়ে যায় তবে গুগলো sifatboy লিখে সার্চ দিলে সবার প্রথমে একটি লিংক থাকবে সেখানে আমার সকলকিছু সাজিয়ে রাখা আছে, সবার ওপরের দিকেই এটির লিংক পেয়ে যাবেন। তবে আশা করা যায় গুগলে bangla toolbox লিখে সার্চ দিয়েই কিছুদিন পর থেকে পাওয়া যাবে। সেভাবে SEO করা হচ্ছে।
তো সবাই ভালো ও সুস্থ থাকুন, সৃষ্টিকর্তা আল্লাহ তা’য়ালার প্রতি কৃতজ্ঞতা আদায় করুন। আল্লাহ হাফেজ।
The post এসে গেলো বাংলা টুলবক্স ! নতুন বিজয় কনভার্টার, বয়স ও তারিখ কনভার্টার, টাইপিং টেস্ট, বানান সংশোধনসহ অসংখ্য বাংলা টুলসের সমাহার! ( Bangla Toolbox ) appeared first on Trickbd.com.
What's Your Reaction?






