কিভাবে কি ওয়ার্ড রিসার্চ করবেন , এবং দ্রত আপনার কন্টেন্ট গুগলে ইনডেক্স করবেন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলবো যেটা প্রায় সব Digital Marketer, Blogger কিংবা SEO কাজ করা মানুষের জন্য দরকারি  Keyword Research কিভাবে করবেন? অনেকেই ব্লগ বা ইউটিউব শুরু করে কিন্তু সঠিক keyword research না জানার কারণে content র‍্যাঙ্ক করাতে পারে না। আমি যখন প্রথম SEO […] The post কিভাবে কি ওয়ার্ড রিসার্চ করবেন , এবং দ্রত আপনার কন্টেন্ট গুগলে ইনডেক্স করবেন appeared first on Trickbd.com.

কিভাবে কি ওয়ার্ড রিসার্চ করবেন , এবং দ্রত আপনার কন্টেন্ট গুগলে ইনডেক্স করবেন

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলবো যেটা প্রায় সব Digital Marketer, Blogger কিংবা SEO কাজ করা মানুষের জন্য দরকারি  Keyword Research কিভাবে করবেন?

অনেকেই ব্লগ বা ইউটিউব শুরু করে কিন্তু সঠিক keyword research না জানার কারণে content র‍্যাঙ্ক করাতে পারে না। আমি যখন প্রথম SEO শিখছিলাম তখন মনে হতো keyword research মানে শুধু কিছু শব্দ খুঁজে বের করা, কিন্তু আসলে এর পিছনে proper strategy আছে। চলুন ধাপে ধাপে দেখি—

আপনার Niche বা Topic ঠিক করবেন Keyword research শুরু করার আগে আপনাকে আপনার niche clear করতে হবে।

ধরেন, আপনি Technology Blog করছেন।

তাহলে আপনার topic হবে Mobile, Laptop, Software, ইত্যাদি।

Google Suggestion ব্যবহার করবেন

Google search bar-এ আপনি কোনো topic লিখলেই related suggestions আসবে। এগুলোই আসলে natural keyword।

যেমন লিখলেন  Best Laptop for সাথে সাথে অনেক suggestion আসবে।

এগুলো থেকে সহজে idea নিতে পারবেন।

Free Keyword Tools ব্যবহার করবেন

অনেকগুলো free tool আছে যেগুলো দিয়ে সহজে keyword খুঁজে বের করতে পারবেন। Google Keyword Planner বা Ubersuggest, Answer The Public

Competitor Analysis করবেন আপনার প্রতিযোগীরা কোন keyword দিয়ে content লিখছে সেটা দেখে idea নিবেন। তাদের ব্লগ বা ইউটিউব ভিডিওর title, description দেখবেন

Ahrefs, SEMrush এর মতো টুল ব্যবহার করলে আরও clear data পাবেন

Search Volume এবং Competition দেখবেন , আপনরা চাইলে এই ওয়েবাসইটরে মাধ্যমে চেক করে দেখতে পারেন।

লিংক https://seranking.com/free-tools/title-description-checker.html

একটা ভালো keyword মানে হলো  Medium থেকে High Search Volume আছে কিন্তু Low Competition

Long Tail Keyword বেছে নিবেন  Short keyword অনেক time competitive হয়। তাই long tail keyword use করা smart move।

যেমন  Laptop এর বদলে Best Laptop for Students under 500$

Keyword Finalize করে Content Plan বানান সব keyword একসাথে লিখে রাখুন এবং কোন keyword দিয়ে কোন ধরনের content বানাবেন তার একটা plan করবেন।

 

Blog post, YouTube video, বা Product pageসবকিছুই keyword অনুযায়ী সাজাবেন

শুধু high volume keyword এর পিছনে ছুটবেন না। User intent বুঝুন। Content সবসময় natural রাখুন, বেশি keyword ভরাট করলে SEO নষ্ট হয়। Keyword research নিয়মিত করতে হবে কারণ trend সবসময় change হয়।

তো ভাই, এই ছিলো keyword research করার সহজ গাইড। শুরু করবেন নিজের niche ঠিক করে, তারপর Google suggestion আর keyword tools দিয়ে idea নিবেন। Volume, competition, আর user intent দেখে keyword finalize করে content বানান। আশা করি এই গাইড পড়ার পরে আপনার keyword research অনেক সহজ হবে।

সবাই ভালো থাকবেন

আল্লাহ হাফেজ।

 

The post কিভাবে কি ওয়ার্ড রিসার্চ করবেন , এবং দ্রত আপনার কন্টেন্ট গুগলে ইনডেক্স করবেন appeared first on Trickbd.com.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow