ইউটিউব থাম্বনেইল নিজেই বানান এই ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে
আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আমাদের মধ্য অনেকেই আছেন যাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে। হয়তো কারো চ্যানেল আগের থেকেই অনেক গ্রো করে আছে, আবার কারো যাত্রা সবে শুরু। তো যারা মাত্রই ইউটিউব যার্নি শুরু করেছেন তাদের কাছে একটি কমন সমস্যা থাকে, তা হলো […] The post ইউটিউব থাম্বনেইল নিজেই বানান এই ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com.

আসসালামু আলাইকুম
আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আমাদের মধ্য অনেকেই আছেন যাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে। হয়তো কারো চ্যানেল আগের থেকেই অনেক গ্রো করে আছে, আবার কারো যাত্রা সবে শুরু। তো যারা মাত্রই ইউটিউব যার্নি শুরু করেছেন তাদের কাছে একটি কমন সমস্যা থাকে, তা হলো ইউটিউবে কন্টেন্ট বা ভিডিও আপলোড করার সময় থাম্বনেইল দেওয়া।
যারা থাম্বনেইল বানাতে পারেন না, তারা বেশিরভাগ ক্ষেত্রে অন্যর ছবি গুগল থেকে ডাউনলোড করে সরাসরি ইউজ করেন কোনো চেঞ্জ না করে। এতে কিন্তু ভবিষ্যতে কপিরাইট এর একটা চান্স থেকে যায়। আবার অনেকেই যাদের টাকা আছে তারা একজন ডিজাইনার হায়ার করেন। কিন্তু যাদের কাছে টাকা নেই তাদের এটা করা পসিবল হয় না, তো তারা যেমন তেমন একটা ছবি বানিয়ে দিয়ে দেন থাম্বনেইল এ।
কিন্তু ইউটিউবে ভিউয়ার্স টানতেও কিন্তু থাম্বনেইল বেশ ভালো কাজে দেয়। আপনার থাম্বনেইল যদি অনেক আকর্ষণীয় হয় তাহলে কিন্তু লোকেরা কিন্তু একটু আগ্রহ নিয়েও ফুল ভিডিও দেখতে ভিডিও তে ক্লিক করবে। কিন্তু কথা হলো, আমরা এন্ড্রয়েড ফোন দিয়ে কোনো রকম এক্সপেরিয়েন্স ছাড়া কিভাবে বানাবো ইউটিউব থাম্বনেইল?
ইউটিউব ভিডিওর থাম্বনেইল বানানোর জন্য ৫ টি এন্ড্রয়েড এপ
এখন আমি আপনাদের ৫ টি এন্ড্রয়েড এপ সম্পর্কে বলবো। যেগুলোর মধ্য ২ টা এপ দিয়ে কোনো রকম এক্সপেরিয়েন্স ছাড়াই থাম্বনেইল বানাতে পারবেন। আর বাকি ৩ টা এপ দিয়ে নিজের মতো ইডিট করতে পারবেন। অর্থাৎ নিজের কিছুটা এক্সপেরিয়েন্স থাকা লাগবে ইডিটিং নিয়ে। যদি নাও থাকে তাহলে এই এপ গুলো ১ সপ্তাহ ইউজ করলে নিজেরাই প্রতিটা টুলস এর কাজ শিখে যাবেন।
PixelLab – Text on Pictures
PixelLab থাম্বনেইল ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি। বিশেষ করে যারা টেক্সট-ভিত্তিক থাম্বনেইল বানাতে চান, তাদের জন্য এটি একদম উপযুক্ত। এটি ব্যবহার করা অনেক সহজ। এছাড়া এই এপে অনেক ফিচার ও পাবেন। তবে হ্যাঁ, এটা দিয়ে ডিজাইন করার জন্য আপনাদের একটু হলেও ইডিটিং নিয়ে ধারণা থাকা লাগবে। মানে কোন টুলস কি কাজ করে এটা জানা থাকা লাগবে। না জানা থাকলে কয়েকদিন এই এপ ইউজ করলে দেখবেন ঠিকই বুঝে গেছেন।
এই এপ এর ফিচারস এর মধ্য কয়েকটা আমি বলে দেই যেগুলো আপনাদের থাম্বনেইল ডিজাইনে বেশি কাজে দিবে। সেগুলো হলোঃ- 3D টেক্সট, শ্যাডো, স্ট্রোক, কাস্টম ফন্ট (এই এপ এ আপনারা বাংলা, আরবি, ইংরেজি ইত্যাদি কাস্টম ফন্ট এড করতে পারবেন। কিভাবে করা লাগে তা নিয়ে হয়তো ট্রিকবিডিতে পোস্ট আছে। না থাকলে আমি পরবর্তীতে করবো। আর থাকলে করবো না, আপনারা সার্চ করে দেখে আমাকে একটু জানাইয়েন।)
এর সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ ও ট্রান্সপারেন্ট অপশন পাবেন। আবার স্টিকার, বিভিন্ন শেইপ ও ভেক্টর টুলস থাকবে। আর ইডিট করা ডিজাইনকে plp ফাইল আকারে সেইভ করে রাখতে পারবেন। এতে একই ফাইল বার বার ইউজ করতে পারবেন। এর সাথে jpg, png আকারে সেভ করার সিস্টেম তো থাকছেই।
আর plp আকারে সেইভ করে রাখার আরো একটি সুবিধা আপনার ডিজাইন অন্য কাউকে দিতে পারবেন আবার অন্য কারো ডিজাইন আপনি ইউজ করতে পারবেন। এর জন্য দেখবেন ইউটিউবে অনেক plp ফাইল শেয়ার করছে অনেক ইউটিউবার, চাইলে সেগুলো কালেক্ট করে ডিজাইন প্র্যাক্টিস করতে পারেন।
Pixlr – Free Photo Editor
Pixlr মূলত একটি ফটো এডিটিং অ্যাপ। তবে থাম্বনেইল ডিজাইনের ক্ষেত্রেও এটি অসাধারণভাবে কাজে আসে। এতে বিভিন্ন ফিল্টার, লেয়ার এবং কাস্টম টুলস রয়েছে যা দিয়ে ছবি ইডিট করে দারুণ লুক দেওয়া যায়। এই এপে আপনারা চাইলে একাধিক ছবি লেয়ার করে কাজ করতে পারবেন। (আজকের লিস্ট এর শেষেরটা বাদে বাকি সব গুলোতেই এই ফিচার আছে)
এর সাথে আর্টিস্টিক ফিল্টার ও ইফেক্টস, কাস্টম ব্রাশ ও বিভিন্ন এডিটিং টুলস, কোলাজ তৈরি করার ও দ্রুত শেয়ার করার মতো ফিচারস পাবেন এই এপ এ। তবে পুরোপুরি ভাবে PixelLab এর মতো ফিচারগুলো পাবেন না।
Canva
Canva হলো নতুনদের জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয় ডিজাইন টুল। এখানে আপনি রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করতে পারবেন। আর এটায় ডিজাইন করতে তেমন স্কিল না থাকলেও চলে। তবে যদি স্কিল থাকে তাহলে আরো ভালো থাম্বনেইল বানাতে পারবেন।
Canva তে হাজারো ফ্রি টেমপ্লেট ও ডিজাইনের টুলস পাবেন। সহজে ড্র্যাগ-এন্ড-ড্রপ ইন্টারফেস ইউজ করা যায়। কাস্টম সাইজ ইউজ করতে পারবেন। অনেক ফ্রি আইকন, ইলাস্ট্রেশন ও স্টক ইমেজ থাকবে। আবার ক্লাউড সিঙ্ক ও টিম ওয়ার্কের সুবিধাও থাকবে ক্যানভা তে।
যদি আপনার ইডিটিং স্কিল থাকে তবে অনেক কম তাহলে ক্যানভা ইউজ করতে পারেন। এটায় বেশ ইজিলি কাজ করা যায়।
PicsArt
PicsArt থাম্বনেইল ডিজাইনের জন্য একটি বেশ ভালো টুল। এতে রয়েছে অসংখ্য ফটো এডিটিং ফিচারস, ফ্রি স্টিকার, ফন্ট এবং ফিল্টার যা থাম্বনেইলকে আরও আকর্ষণীয় করে তোলে।
আবার এতে এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার ফিচার আছে। যার ফলে আপনি কোনো ছবি যাস্ট আপলোড দিলে অটোমেটিক সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তবে Ai যদি ঠিক মতো কাজ না করে, সেক্ষেত্রে কাস্টম ভাবেও কাজটা করা যাবে।
ক্লিপআর্ট, স্টিকার লাইব্রেরি, ফটো কাস্টমাইজেশন, কালার কারেকশন, ডাবল এক্সপোজার, ব্লেন্ডিং ইফেক্টসহ আরো অনেক ফিচার পাবেন এই এপটি তে।
ChatGPT
ChatGPT দিয়েও কিন্তু ডিজাইনের কাজ করা সম্ভব। আর এতে অন্যান্য এপ এর তুলনায় তেমন কোনো পরিশ্রম ও লাগে না। চ্যাটজিপিটি কিভাবে ইউজ করে তা আপনারা সবাই জানেন। সেগুলো নিয়ে কিছু বলবো না। তবে এটা দিয়ে কিভাবে থাম্বনেইল ডিজাইন করবেন সেটা বলে দেই।
এর জন্য চ্যাটজিপিটি এপ এ ঢুকে আপনার কন্টেন্ট এর টাইটেল লিখে দিবেন তারপর লিখবেন “এই টাইটেল এর সাথে মিলিয়ে একটা থাম্বনেইল বানাই দেও ২৫৬০×১৪৪০ পিক্সেল সাইজে” (এই সাইজটা ইউটিউব এর থাম্বনেইল এর সাইজ, চাইলে এর Ratio মিল রেখে সাইজ কম বেশি করতে পারেন।)
আবার আপনি সেই থাম্বনেইল এ কি ধরনের অবজেক্ট চান, সেগুলো বলে দিবেন। এবং এটা অবশ্যই বলবেন যে “থাম্বনেইল এ কোনো টেক্সট থাকবে না” কারণ চ্যাটিজিপিটি টেক্সট ঠিকঠাক বসাতে পারে না।
তো চ্যাটজিপিটি দিয়ে মনমতো একটা ডিজাইন পেয়ে গেলে। তারপর ফোনের কোনো ইডিটর এপ বা Pixel Lab এপ দিয়ে ছবিতে টেক্সট নিজে বসিয়ে নিবেন। এতে কাজ অনেক সহজ হয়ে যাবে।
এপ গুলো ডাউনলোড করবেন কোন যায়গা থেকে?
এই সব এপ গুলোর অফিসিয়াল ভার্সন ইউজ করতে হলে সব গুলো প্লে স্টোরে পেয়ে যাবেন। তাই আর লিংক দিলাম না। কেউ পার্সোনলি ভাবে না পেলে কমেন্ট করবেন। আমি সেখানে লিংক দিয়ে দিবো। আর যদি কেউ মোড ইউজ করতে চান তাহলে গুগল থেকে ডাউনলোড করে নিবেন।
শেষ কথা
আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করবো আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
The post ইউটিউব থাম্বনেইল নিজেই বানান এই ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com.
What's Your Reaction?






