ওয়ার্ডপ্রেস এর জন্য নিয়ে নিন Ribon Notice Borad অসাধারণ একটি প্লাগিন।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশাকরি , ভালোই আছেন, দোয়া করি সব সময় ভালো থাকেন এবং ট্রিকবিডির সাথেই থাকেন, যাতে কোনো নতুন টিপস কারো মিস না যায়। বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইটের জন্য Ribon নোটিশ বোর্ড প্লাগিন নিয়ে। Ribon Notice Board প্লাগইন কি? এটি একটি আকর্ষণীয়, গতিলশীল বা চলমান নোটিশ বোর্ড যাহা, একবারে টিভি চ্যানেল এ […] The post ওয়ার্ডপ্রেস এর জন্য নিয়ে নিন Ribon Notice Borad অসাধারণ একটি প্লাগিন। appeared first on Trickbd.com.

ওয়ার্ডপ্রেস এর জন্য নিয়ে নিন Ribon Notice Borad অসাধারণ একটি প্লাগিন।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশাকরি , ভালোই আছেন, দোয়া করি সব সময় ভালো থাকেন এবং ট্রিকবিডির সাথেই থাকেন, যাতে কোনো নতুন টিপস কারো মিস না যায়।

বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইটের জন্য Ribon নোটিশ বোর্ড প্লাগিন নিয়ে।

Ribon Notice Board প্লাগইন কি?

এটি একটি আকর্ষণীয়, গতিলশীল বা চলমান নোটিশ বোর্ড যাহা, একবারে টিভি চ্যানেল এ দেখানো গতিশীল হেডিং বা ব্রেকিং নিউজ এর মতোই। হ্যাঁ বন্ধুরা আমার এই নোটিশ বোর্ড প্লাগইন টাও same টিভি তে দেখাবো গতিশীল ব্রেকিং নিউজ এর মতোই।

যায় হোক এবার এটার কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ribon NoticeBoard এর ফিচার সমূহ:

???? সহজ নোটিস বোর্ড:-
ভাবুন, আপনার ওয়েবসাইটে ঢুকেই ভিজিটরদের সামনে ভেসে উঠলো একটা ছোট্ট নোটিস বোর্ড। এখানে একে একে সব গুরুত্বপূর্ণ তথ্য, ঘোষণা আর খবর স্ক্রল করে চলতে থাকে। যে কোনো ভিজিটর ঢুকলেই নোটিশ তাদের চোখে পড়বে, তাই আপনার দেওয়া বার্তা মিস হওয়ার সুযোগই নেই।

⏩ স্ক্রলিং সিস্টেম:-
নোটিসগুলো নিজে থেকেই চলতে থাকে—ডান থেকে বামে বা বাম থেকে ডানে, যেমনটা আপনি চান এডমিন প্যানেল থেকে সেটাপ করতে পারেন। আবার ভিজিটর চাইলে মাউস নোটিশ এর উপরে নিলেই নিলেই স্ক্রল থেমে যায়, যেন আরাম করে পুরোটা পড়তে পারে। এতে নোটিস শুধু আকর্ষণীয় হয় না, ব্যবহার করাও সহজ হয়ে যায়।

???? প্রায়োরিটি কালার:-
সব খবর এক রকম না এটা আমাদের সবারই জানা। কোনোটা খুব জরুরি, কোনোটা মাঝারি, আবার কোনোটা সাধারণ তথ্য হয়ে থাকে। তাই প্রতিটা নোটিসের গুরুত্ব বোঝাতে আলাদা রঙ ব্যবহার করা হয়। লাল মানে জরুরি, কমলা মানে মাঝারি আর সবুজ মানে সাধারণ। ভিজিটর এক নজরে বুঝে ফেলবে কোনটা আগে খেয়াল করতে হবে।

???? আইকন বা ইমোজি:-
শুধু লেখা নয়, চাইলে প্রতিটা নোটিসে একটা ছোট ইমোজি বা আইকনও দেওয়া যায়। ধরুন ???? দিয়ে জরুরি ঘোষণা বা ???? দিয়ে সাধারণ খবর। এগুলো নোটিসকে আরও প্রাণবন্ত করে তোলে, আর ভিজিটরের চোখেও আলাদা করে ধরা দেয়।

???? ক্লিকযোগ্য লিংক:-
কোনো নোটিসে যদি বিস্তারিত পড়ার দরকার হয়, সেখানে ব্যাকেন্ড এ লিংক দেওয়া যায়। ভিজিটর নোটিশে ক্লিক করলেই নতুন ট্যাবে পুরো নোটিশের তথ্য দেখাবে। এতে আপনার নোটিস শুধু দেখানো নয়, বরং কাজে লাগার মতো হয়ে ওঠে।

???? ইউজার-ভিত্তিক ভিউ:-
সব নোটিস সবার জন্য না। ধরুন কিছু নোটিস শুধু অ্যাডমিন আর এডিটরদের জন্য, আবার কিছু সবার জন্য উন্মুক্ত। এই সিস্টেমটা থাকায় ঠিক যাকে যেটা দেখাতে চান, সেটাই দেখানো যাবে। এতে যোগাযোগ হয় আরও নির্ভুল হয়।

???? সময় অনুযায়ী দৃশ্যমান:-
প্রতিটা নোটিসের জন্য শুরু আর শেষ তারিখ সেট করা যায়। ফলে নির্দিষ্ট সময় পর্যন্তই যে কোনো নোটিশ দেখানো যাবে। সময় পেরোলেই অটোমেটিক expired নোটিশ অদৃশ্য হয়ে যাবে। এতে পুরনো তথ্য ভিজিটরের চোখে পড়বে না, সবসময় নতুন আর আপডেটেড নোটিস দেখাবে।

???? রেসপন্সিভ ডিজাইন:-
সবচেয়ে ভালো দিক হলো, এই নোটিস বোর্ড যেকোনো স্ক্রিনে মানিয়ে যায়। মোবাইল, ট্যাব বা বড় মনিটর—যেখানেই খোলা হোক, সবসময় পরিষ্কার আর সুন্দর দেখাবে। রঙ, ফন্ট, ব্যাকগ্রাউন্ড—সবই নিজের মতো করে কাস্টমাইজ করা যায়।

✓✓এক কথায়, এই নোটিস বোর্ডটা হবে আপনার ওয়েবসাইটের লাইভ তথ্য জানাবার জায়গা, যেটা একইসাথে আকর্ষণীয়, ব্যবহারবান্ধব আর ভিজিটরের কাছে একদম সহজবোধ্য।

বন্ধুরা এতোক্ষণে হয়তো সব ফিচার পড়ে নিয়েছেন। এখন একটু ডেমো দেখে আশি।

Demo Link

লিংকে গিয়ে একেবারে বটম বা ফুটার এ লক্ষ্য করুন। আমার এটাতে ডেট দেওয়া আছে, ডেট expire হলে auto ভ্যানিশ হবে।

সব দেখা শুনা, পড়া শুনা শেষ এখন সেটাপ এর দেখে যায়।

কি ভাবে ইনস্টল করবেন?

প্রথমে নিচের লিঙ্ক থেকে plugin টি ডাউনলোড করে নিন।

Download form GDrive

ডাউনলোড হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের যে সাইটে সেট করতে চান ,সেই সাইটে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে Plugin >> Add Plugin >> Upload Plugin >> Chosce Plugin >> এবার ফাইল ম্যানেজার ওপেন হলে সেখান থেকে ডাউনলোড করা প্লাগিনটি সিলেক্ট করে ইন্সটল করুন। ইন্সটল সম্পুর্ণ হলে এক্টিভ করুন। যদি এক্টিভ ও করা হয়ে থাকে, তাহলে নিচের ছবির মতো একটা নতুন অপশন দেখতে পারবেন, আপনার এডমিন ড্যাশবোর্ডে।

Vibbon Notice board plugin

এখন নোটিশ রানিং করতে চাইলে আমার দেখানো স্ক্রিনশট অনুযায়ী কিন্তু আপনার ইচ্ছে বা প্রয়োজন মতো কাষ্টমাইজ বা সেটিং করুন।





আপনে যদি আমার screenshot ফলো করে সেটাপ করে থাকেন, তাহলে আপনার কাজ শেষ এখন শুধু একবার Chache Clear করে সাইটে প্রবেশ করে দেখুন নোটিশ দেখা যাবে।

ভালবাসার ক্যাপশন,ফেসবুক বায়ো, বিভিন্ন উক্তি পেতে চাইলে ঘুরে আসুন রাজনৈতিক নেতাকে নিয়ে স্ট্যাটাস | জনপ্রিয় ক্যাপশন ও প্রেরণামূলক বাণীর বিশাল ভাণ্ডার থেকে।

যদি আমার পোস্টটির কোথাও বুজতে সমস্যা হয় তাহলে, কমেন্ট করুন। আর এইরকম দারুন দারুন প্লাগইন পেতে কমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় প্লাগইনের নাম বলুন আমি নিয়ে আশার চেষ্টা করবো insha’Allah।

তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ্য থাকুন, আবার দেখা হবে awesome ???? কোনো নতুন পোস্ট নিয়ে।

The post ওয়ার্ডপ্রেস এর জন্য নিয়ে নিন Ribon Notice Borad অসাধারণ একটি প্লাগিন। appeared first on Trickbd.com.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow