আপনার পিসিতে Hard Disk Detect না হলে যেভাবে সমাধান করবেন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা খুব common কিন্তু বিরক্তিকর সমস্যার সমাধান নিয়ে কথা বলবো   Hard Disk Detect না হলে কী করবেন? অনেক সময় দেখা যায়, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ হঠাৎ করে হার্ড ডিস্ক চিনতে  পারে না। বিশেষ করে নতুন হার্ড ডিস্ক লাগানোর পর, বা পুরোনো ডিস্কে কোনো সমস্যা হলে […] The post আপনার পিসিতে Hard Disk Detect না হলে যেভাবে সমাধান করবেন appeared first on Trickbd.com.

আপনার পিসিতে Hard Disk Detect না হলে যেভাবে সমাধান করবেন

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা খুব common কিন্তু বিরক্তিকর সমস্যার সমাধান নিয়ে কথা বলবো   Hard Disk Detect না হলে কী করবেন?

অনেক সময় দেখা যায়, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ হঠাৎ করে হার্ড ডিস্ক চিনতে  পারে না। বিশেষ করে নতুন হার্ড ডিস্ক লাগানোর পর, বা পুরোনো ডিস্কে কোনো সমস্যা হলে এই ঝামেলা আসে। আমি নিজেও একবার এই সমস্যায় পড়েছিলাম, তখন মাথা ঘুরে গিয়েছিলো, কিন্তু ধাপে ধাপে চেষ্টা করার পর সমাধান বের করেছি। তাই আজ আপনাদের সাথেও শেয়ার করছি।

কেবল (Cable) এবং Port চেক করবেন প্রথমেই হার্ড ডিস্কের SATA/Power Cable ঠিকমতো লাগানো আছে কিনা সেটা দেখে নিন।

অনেক সময় loose connection-এর জন্য detect হয় না। অন্য একটা SATA Port-এ লাগিয়ে দেখতে পারেন।

এরপর দদেখবেন BIOS/UEFI-তে Disk Detect হচ্ছে কিনা দেখবেন

PC চালু হওয়ার সাথে সাথেই BIOS-এ ঢুকে দেখবেন Hard Disk দেখা যাচ্ছে কিনা। যদি BIOS এই detect না হয়, তাহলে hardware সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।

আর BIOS-এ দেখা যাচ্ছে কিন্তু Windows-এ দেখাচ্ছে না, তাহলে software side problem।

Disk Management-এ চেক করবেন Windows-এ ঢুকে Right Click on This pc Manage → Disk Management এ যান।

অনেক সময় নতুন Hard Disk format না করলে detect হয় না।

যদি unallocated space দেখায়, তাহলে নতুন Partition বানিয়ে format করবেন।

এখানে সাবধানে কাজ করবেন, ভুল করলে data হারিয়ে যেতে পারে।

Driver Update দিবেন

কখনো কখনো Storage Controller Driver পুরোনো হয়ে গেলে হার্ড ডিস্ক কাজ করে না। Device Manager → Storage Controllers এ গিয়ে driver update দিবেন।

Internet connected থাকলে Windows নিজেই update করে নেবে।

যদি তাও কাজ না করে, Hard Disk অন্য কম্পিউটারে লাগিয়ে দেখবেন।

অন্য PC-তেও detect না হলে, বুঝবেন Hard Disk নিজেই problem করছে।

তখনই আসল ঝামেলা।

হার্ড ডিস্ক detect না হলে আর সব চেষ্টা করে কাজ না হলে  গুরুত্বপূর্ণ data থাকলে Data Recovery Service নিতে পারেন। আর গ্যারান্টি থাকলে দোকানে নিয়ে গিয়ে Replace করবেন।

হার্ড ডিস্কে অস্বাভাবিক শব্দ (Clicking Sound) হলে আর দেরি করবেন না। সেটা mechanical সমস্যা, যত দেরি করবেন তত বেশি data loss হবে। সব সময় backup রাখবেন। আমি একবার backup না রাখার জন্য অনেক important ফাইল হারিয়েছিলাম।

তো ভাই, এই ছিলো Hard Disk detect না হলে কিছু সহজ সমাধান।

প্রথমে ছোট জিনিস (Cable, Port, BIOS, Disk Management) থেকে শুরু করবেন, তারপর driver আর অন্য PC-তে টেস্ট। শেষমেশ যদি কিছুতেই কাজ না হয়, তখনই replacement বা recovery।

আশা করি আপনারা উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, নিজের data এর যত্ন নেবেন।

আল্লাহ হাফেজ।

The post আপনার পিসিতে Hard Disk Detect না হলে যেভাবে সমাধান করবেন appeared first on Trickbd.com.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow