নিজেই তৈরি করুন ১০০% কার্যকরী Instagram Video Downloader
আমরা অনেকেই ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা চাইলে নিজেরাও টুল তৈরি করতে পারি। তো এই পোস্টে কিভাবে আপনি নিজে এই ধরনের কার্যকরী একটি ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার টুল তৈরি করবেন সেটা দেখাবো। শুরুতেই বলে রাখি এই টুলটি তৈরির জন্য আপনার সিপ্যানেল বা হোস্টিং প্যানেল প্রয়োজন হবে। তো আপনার […] The post নিজেই তৈরি করুন ১০০% কার্যকরী Instagram Video Downloader appeared first on Trickbd.com.

আমরা অনেকেই ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা চাইলে নিজেরাও টুল তৈরি করতে পারি। তো এই পোস্টে কিভাবে আপনি নিজে এই ধরনের কার্যকরী একটি ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার টুল তৈরি করবেন সেটা দেখাবো।
শুরুতেই বলে রাখি এই টুলটি তৈরির জন্য আপনার সিপ্যানেল বা হোস্টিং প্যানেল প্রয়োজন হবে। তো আপনার যদি হোস্টিং প্যানেল থেকে থাকে তাহলে এই টুলটি তৈরি করতে পারবেন। তাছাড়াও অন্য কোথাও হোস্ট করার উপায় জানা থাকলে শেখানেও হোস্ট করতে পারেন। ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউনলোড করার টুল তৈরির জন্য আমরা php script ব্যবহার করব।
শুরু করার আগে প্রথমে আপনাদের ডেমো দেখানো প্রয়োজন। ডেমো দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Demo: Click
এটি মূলত ১০০% কার্যকরী ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার টুল। আপনি সিএসএস ব্যবহার করে টিকা আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো আমি এই পোস্টের দেখাবো কিভাবে সম্পন্ন সাইটটি লাইভ করবেন। চলুন তাহলে শুরু করা যাক।
Instagram Video downloader site create
প্রথমে নিচে টেলিগ্রাম লিংক থেকে ওয়েবসাইটের php script ডাউনলোড করে নিন।
Download : Click
এবার আপনার প্রয়োজন হবে হোস্টিং প্যানেলে স্ক্রিপ্ট আপলোড করা। তো প্রথমে আপনার হোস্টিং প্যানেলের সিপ্যানেল এ লগইন করে নিবেন।
তারপর Domains থেকে নতুন একটি সাবডোমেইন তৈরি করে নেবেন। অথবা মেইন ডোমেনে করতে চাইলে সাবডোমেন তৈরি করার প্রয়োজন নেই। সরাসরি public_html ফোল্ডারে আপলোড করলেই হবে।
সাব ডোমেইন তৈরি করার জন্য স্ক্রিনশট এর মত Domains এ ক্লিক করুন।
এবার subdomain নাম ডট মেইন ডোমেইন দিন তারপর Submit করুন।
ব্যাস তাহলে আপনার ডোমেইন তৈরি করা হয়ে গেছে।
এবার আবার সিপ্যানেলে এসে File Manager এ ক্লিক করুন।
তারপর ফাইলগুলো থেকে আপনার তৈরি করা সাব ডোমেইন এর নামে একটি ফোল্ডার খুঁজে পাবেন
এবার ওপরের বাটনে ক্লিক করে আমার দেওয়া পিএইচপি স্ক্রিপ্ট ফাইলটি আপলোড করে নিন।
আপলোড হয়ে গেলে আবার সেই ফাইলের স্থানে চলে আসুন। Zip ফাইলটির উপর টাচ করে ধরে Extract অপশনে ক্লিক করুন। তারপর সিকিউরিটির জন্য zip ফাইলটি ডিলিট করে দিন।
ব্যাস তারপর আপনি যেই নামে ডোমেইন তৈরি করেছিলেন সেই ডোমাইন ব্রাউজারে পেস্ট করে ওপেন করুন। দেখুন আপনার সাইট সম্পন্ন তৈরি। এরপর যাবতীয় যা লাগে কাস্টমাইজ করে নিবেন।
চলুন দেখা যাক আমাদের টুলটি কাজ করে কিনা?
এর জন্য প্রথমে ইনস্টাগ্রাম থেকে যেকোনো একটি ভিডিও লিংক কপি করুন. ।
লিংকটি পেস্ট করে ডাউনলোড আইকনে ক্লিক করুন। তারপর আবার Download লিখার উপরে ক্লিক করলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে।
এই টুলটি ১০০% কার্যকরী ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার টুল। এই টুল আপনি চাইলে বিজ্ঞাপন বসাতে পারেন। এডসেন্স এর জন্য ads txt ফাইল ও প্রস্তুত আছে। আপনার ভালো লাগলো অবশ্যই টুলটি ট্রাই করতে পারেন।
ডেমো লিংক: Downloader
এ ধরনের বিভিন্ন tool স্ক্রিপ্ট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।
চ্যানেল লিংক: Earn Money
The post নিজেই তৈরি করুন ১০০% কার্যকরী Instagram Video Downloader appeared first on Trickbd.com.
What's Your Reaction?






