নিয়ে নিন Premium Image Compressor Tool সেটাপ করুন যেকোনো সাইটে +Apk
আসসালামুআলাইকুম বন্ধুরা, আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি, এবং আপনাদের মাঝে আজকে উপস্তিত হয়েছি দারুন একটি টুলস নিয়ে। আশাকরি পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আজকে বেশি কথা না বলে সরাসরি কাজের দিকে যেতে চাই তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আজকালকার ডিজিটাল দুনিয়ায় ছবি ছাড়া কিছুই […] The post নিয়ে নিন Premium Image Compressor Tool সেটাপ করুন যেকোনো সাইটে +Apk appeared first on Trickbd.com.

আসসালামুআলাইকুম বন্ধুরা, আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি, এবং আপনাদের মাঝে আজকে উপস্তিত হয়েছি দারুন একটি টুলস নিয়ে। আশাকরি পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আজকে বেশি কথা না বলে সরাসরি কাজের দিকে যেতে চাই তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
আজকালকার ডিজিটাল দুনিয়ায় ছবি ছাড়া কিছুই কল্পনা করা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্লগ, ই-কমার্স, কিংবা নিউজ পোর্টাল – ছবি সব জায়গাতেই অপরিহার্য। কিন্তু সমস্যা একটাই – বড় সাইজের ছবি ওয়েবসাইটকে স্লো করে দেয়, মোবাইলে লোড হতে দেরি হয় আর ভিজিটর বিরক্ত হয়ে চলে যায়।
এই সমস্যার সমাধানই হলো আমাদের Premium Image Compressor। এটি এমন একটি স্মার্ট টুল যা এক ক্লিকে ছবির সাইজ অনেক কমিয়ে ফেলে কিন্তু ছবির আসল সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে।
Premium Image Compressor এর বিশেষ ফিচারগুলো
১. Before/After Preview (লাইভ তুলনা দেখুন)
ছবি আপলোড করার পরই আপনি দু’পাশে দেখতে পাবেন:
বাম দিকে আপনার অরিজিনাল ছবি
ডান দিকে কমপ্রেসড ছবি
এতে সহজেই বুঝতে পারবেন – ছবির মান কতটা একই রকম থাকছে আর সাইজ কত কমছে। যে কেউ লাইভ দেখে সিদ্ধান্ত নিতে পারবে ছবিটা ঠিক আছে কিনা।
২. Bulk Compression – একসাথে অনেক ছবি
ধরুন আপনার ব্লগে বা ই-কমার্স সাইটে শত শত ছবি আছে। এক এক করে কমপ্রেস করা কষ্টসাধ্য। এই টুল দিয়ে আপনি একসাথে যত খুশি ছবি আপলোড করতে পারবেন। সবগুলো ছবি একসাথে কমপ্রেস হবে। শেষে চাইলে একেকটা ছবি আলাদা করে অথবা সব ছবি একসাথে ZIP ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন।
৩. বিস্তারিত রিপোর্ট টেবিল
কম্প্রেশন শেষে আপনি একটি সুন্দর টেবিলে প্রতিটি ছবির ডিটেইল দেখতে পাবেন:
ছবির নাম
অরিজিনাল সাইজ (KB/MB)
কমপ্রেসড সাইজ
কত শতাংশ সেভ হয়েছে
সাইজ (Width × Height)
ফাইল ফরম্যাট (JPG, PNG, WebP ইত্যাদি)
সাথে একটি ডাউনলোড বাটন
মানে, কোন ছবিতে কতটা সেভ হলো – সব পরিষ্কারভাবে জানা যাবে।
৪. কাস্টম সেটিংস (আপনার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ)
Premium Image Compressor এ আপনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন:
Quality Level – চাইলে ১০% থেকে ১০০% পর্যন্ত সেট করতে পারবেন।
Resize Option – নির্দিষ্ট Width ও Height লিখে ছবিকে রিসাইজ করতে পারবেন।
Format Change – PNG → JPG, JPG → WebP বা যেভাবে চান ছবির ফরম্যাট পরিবর্তন করতে পারবেন।
মানে আপনি পুরোপুরি নিজের চাহিদা অনুযায়ী ছবি তৈরি করতে পারবেন।
৫. স্মার্ট ডাউনলোড সিস্টেম
কমপ্রেসড ছবি ডাউনলোড করার জন্য আছে দুইভাবে সুবিধা:
প্রতিটি ছবি আলাদাভাবে ডাউনলোড করুন।
সব ছবি একসাথে একটি ZIP ফাইল আকারে ডাউনলোড করুন।
এতে সময় বাঁচবে আর কাজ হবে একদম প্রফেশনালভাবে।
৬. Dark/Light Mode Toggle
দীর্ঘ সময় কাজ করার সময় চোখের আরামের জন্য আছে Dark Mode ও Light Mode। এক ক্লিকেই মোড পরিবর্তন করা যায়। যারা রাতে কাজ করেন তাদের জন্য Dark Mode সত্যিই হেল্পফুল।
৭. Smart Toast Notifications
আপনি যখনই কোনো কাজ করবেন, যেমন – ছবি আপলোড, কমপ্রেস বা রিসেট – তখনই উপরে একটি সুন্দর ছোট নোটিফিকেশন (Toast) আসবে। যেমন – “Image compressed successfully” বা “All reset”। এতে ইউজার সবসময় বুঝতে পারবে কী হচ্ছে।
কেন ব্যবহার করবেন Premium Image Compressor?
ছবি সাইজ ৭০–৮০% পর্যন্ত কমানো যায়
কোয়ালিটি একই থাকে, প্রায় বোঝাই যায় না পার্থক্য
ওয়েবসাইট স্পিড বাড়ে, SEO তে সাহায্য করে
মোবাইল ফ্রেন্ডলি, ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয়
একদম ফ্রি ও সহজ ব্যবহারযোগ্য
কারা কারা এই টুল ব্যবহার করবেন?
ব্লগার – ব্লগের জন্য ছবি হালকা করবেন
ওয়েব ডিজাইনার – সাইট লোডিং দ্রুত করতে পারবেন
ই-কমার্স ওনার – প্রোডাক্ট ইমেজ ফাস্ট লোড হবে
সোশ্যাল মিডিয়া মার্কেটার – ফেসবুক, ইনস্টাগ্রামে ফাস্ট আপলোড
Premium Image Compressor হলো এমন একটি টুল যা আপনার ছবিকে হালকা, দ্রুত এবং স্মার্ট করে তোলে। এক ক্লিকেই আপনার সাইট হবে স্পিডি আর প্রফেশনাল। এবার tools টির কিছু স্ক্রিনশট দেখুন।


Blogger এ Premium Image Compressor সেটআপ করার ফুল গাইড
Step 1: Blogger এ নতুন পেজ তৈরি করুন
1. আপনার Blogger Dashboard এ যান।
2. Pages → New Page এ ক্লিক করুন।
3. পেজের টাইটেল লিখুন – যেমন: Premium Image Compressor।
4. পেজের Content এর মধ্যে এখনো কিছু লিখবেন না, ফাঁকা রাখুন।
Step 2: HTML ভিউতে যান
এডিটরের উপরে HTML View সিলেক্ট করুন। এখন আমরা কোড বসাবো।
এখান থেকে কপি করে কোডটি নিচের ছবিটির মতো বসিয়ে save করুন

ব্লগার এর সেটাপ শেষ এখন শুধু উপভোগ করুন।
Premium Image Compressor Plugin – WordPress Setup করুন
ধাপ ১: প্লাগইন ইনস্টল করুন
1. প্লাগইনের ZIP ফাইল প্রস্তুত করুন (Download Now imageCompressor.zip)।
2. WordPress ড্যাশবোর্ডে লগইন করুন।
3. বাম (Dashboard) মেনু থেকে Plugins → Add New এ যান।
4. Upload Plugin চাপুন।
5. ZIP ফাইল সিলেক্ট করুন এবং Install Now চাপুন।
6. ইনস্টল হয়ে গেলে Activate Plugin চাপুন।
প্লাগইন এখন এক্টিভ হয়েছে।
শর্টকোড ব্যবহার করুন
1. Page → Add New করুন।
2. পেজের নাম দিন, যেমন: “Image Compressor”।
3. Content এ লিখুন:
[premium_image_compressor]
4. Publish চাপুন।

এখন ভিজিটররা সরাসরি ফ্রন্টএন্ডে ছবি আপলোড ও কমপ্রেস করতে পারবে।
কাস্টম সাইটে সেটাপ করতে:
এখন দেখবো কি ভাবে custom যেকোনো সাইটে সেটাপ করবেন?
কাস্টম সাইটে সেটাপ করতে এখান থেকে কপি করে কোডটি, আপনার সাইট অনুযায়ী যেকোন পেইজ বা থিমের মধ্যে পেষ্ট করে দিন। থিমের ক্ষেত্রে ফুল html file না বসিয়ে শুধু প্রয়োজনীয় অংশ গুলি বসান।
Apk হিসেবে ব্যাবহার করুন
আমার এই image compressor tools টিকে apk আকারে মোবাইলে ব্যাবহার করতে চাইলে। নিচের লিংক থেকে apk download করে ইন্সটল করুন।
Download Now Apk
ছবির মান বজায় রেখে ফাইল সাইজ কমানো আজকের ওয়েবসাইট ও ব্লগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় সাইজের ছবি লোডিং ধীর করে, ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ করে এবং SEO তেও নেতিবাচক প্রভাব ফেলে। Image Compressor Tools ব্যবহার করে আমরা সহজেই ছবি কমপ্রেস করতে পারি, যা পেজ স্পিড বাড়ায়, সার্ভারের ব্যান্ডউইথ সাশ্রয় করে এবং মোবাইল ব্যবহারকারীর জন্য ডাটা খরচ কমায়। এই ধরনের টুলের লাইভ প্রিভিউ, Before/After তুলনা, Compression Quality স্লাইডার, Max Width ও Height নিয়ন্ত্রণ, Output Format নির্বাচন, এবং ZIP ডাউনলোড সুবিধা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এছাড়া, একাধিক ছবি একসাথে আপলোড করার সুবিধা এবং অটো-Aspect Ratio সংরক্ষণের ফিচারও রয়েছে, যা সময় এবং প্রচেষ্টা দুটোই বাঁচায়। সংক্ষেপে, Image Compressor Tools কেবল ছবি ছোট করার জন্য নয়, এটি ওয়েবসাইটের পারফরম্যান্স, ইউজার এক্সপেরিয়েন্স এবং SEO উন্নত করার জন্য এক অমূল্য সরঞ্জাম।
আজকে এই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন
The post নিয়ে নিন Premium Image Compressor Tool সেটাপ করুন যেকোনো সাইটে +Apk appeared first on Trickbd.com.
What's Your Reaction?






