কিভাবে আপনার ক্রোম ব্রাউজার কে একটি নোটপ্যাড হিসাবে ইউজ করবেন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন । আজকে আমরা কথা বলবো একটা একদমই ইউনিক আর ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে। নরমালি আমরা যখন কিছু নোট করতে চাই, তখন আলাদা নোটপ্যাড সফটওয়্যার বা অ্যাপ ইউজ করি। কিন্তু জানেন কি? চাইলে আপনার Google Chrome ব্রাউজারকেই একটা নোটপ্যাড অ্যাপ হিসাবে ব্যবহার […] The post কিভাবে আপনার ক্রোম ব্রাউজার কে একটি নোটপ্যাড হিসাবে ইউজ করবেন appeared first on Trickbd.com.

কিভাবে আপনার ক্রোম ব্রাউজার কে একটি নোটপ্যাড হিসাবে ইউজ করবেন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ।

আজকে আমরা কথা বলবো একটা একদমই ইউনিক আর ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে। নরমালি আমরা যখন কিছু নোট করতে চাই, তখন আলাদা নোটপ্যাড সফটওয়্যার বা অ্যাপ ইউজ করি। কিন্তু জানেন কি? চাইলে আপনার Google Chrome ব্রাউজারকেই একটা নোটপ্যাড অ্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন।

এখন হয়তো ভাবছেন, ব্রাউজার আবার কিভাবে নোটপ্যাড হবে?

আসলে এটা খুবই সিম্পল একটা ট্রিক, আর এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে আর আলাদা কোনো সফটওয়্যার ওপেন করতে হবে না। যারা ডাটা এন্ট্রি করেন, ডেভেলপার বা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, কিংবা ওয়েব ব্রাউজ করার সময় হঠাৎ কিছু নোট করার দরকার হয় তাদের জন্য এটা সুপার ইউজফুল।

ভাবুন তো আপনার কাজের মাঝেই ব্রাউজার ওপেন করা আছে, হঠাৎ একটা কোড স্নিপেট বা গুরুত্বপূর্ণ তথ্য নোট করতে হবে।  তখন আর আলাদা নোটপ্যাড খুঁজতে হবে না, বরং ক্রোমেই এক ক্লিকেই নোট লেখা শুরু করতে পারবেন।  যেকোনো জায়গা থেকে খুব দ্রুত নোট নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই।

 

এই কারণে ট্রিকটা শুধু টাইম সেভিং না, বরং অনেক স্মার্ট একটা সলিউশনও।

তো চলুন, আর দেরি না করে দেখে নেই কিভাবে সহজেই আপনি ক্রোম ব্রাউজারকে নোটপ্যাড বানিয়ে নিতে পারেন।

তো এটা করার জন্য প্রথমে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, ওপেন করে সার্চ করবেন

Chrome Note Extension লিখে

তারপর এমন একটা পেইজ ওপেন হবে।

সেখানে আপনি

এখানে থেকে গেট করে দিবেন।

এরপর এখানে থেকে আপনি দেখতে পারবেন Extension Install হয়ে গেছে

এরপর এাখানে ক্লিক করে এখানে থেকে পিন করে দিবেন।

তারপর দেখবেন আপনার এখন নোট করার জন্য রেডি এখানে আপনি আপনার নোট লিখে

 

 

টাইটেল দিবেন, তারপর দেখতে পারবেন যে আপনার কাছে টাইটেল এবং নোট লেখার ইনপুট বক্স চলে আসছে, তো এইখানে নোট লিখে আপনি নিচের ওপশনে ক্লিক করলেই ওকে।

এটার সবথেকে ভালো সুবিধা হলো এখানে আপনি অনেক গুলো কাস্টমাইজেশন এর সিস্টেম পাবেন।

চোখের আইকনে ক্লিক করলেই এখানে আপনার নোট সেভ হয়ে যাবে।

তো এভাবেই আপনি আপনার সকল নোট খুব সহজেই ক্রোমর ভিতরেই সেভ করে রাখতে পারবেন।

তো আজ এ পর্যর্তই  আল্লাহ হাফেজ।

The post কিভাবে আপনার ক্রোম ব্রাউজার কে একটি নোটপ্যাড হিসাবে ইউজ করবেন appeared first on Trickbd.com.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow